শিরোনাম

ট্রেনের দায়িত্ব ফেলে আত্মীয়ের বাড়িতে, গার্ড বরখাস্ত

ট্রেনের দায়িত্ব ফেলে আত্মীয়ের বাড়িতে, গার্ড বরখাস্ত

নিউজ ডেস্ক:ট্রেনের গার্ড আত্মীয়ের বাড়িতে চলে যাওয়ায় প্রায় এক ঘণ্টা যাত্রীরা দুর্ভোগের মধ্যে ছিলেন। পরে গার্ডকে ডেকে আনতে হয়েছে। এরপর ট্রেনটি যাত্রা করে। চট্টগ্রাম-নাজিরহাট শাখা রেলপথে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তের পর ওই গার্ডকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, সাময়িক বরখাস্ত হওয়া গার্ডের নাম মো. জুনায়েদ। তিনি মঙ্গলবার চট্টগ্রাম-নাজিরহাট রেলপথের ডেমু ট্রেনে দায়িত্ব পালন করছিলেন।

রেলওয়ে সূত্র আরও জানায়, ডেমু ট্রেনটি যাত্রী নিয়ে মঙ্গলবার নাজিরহাট থেকে চট্টগ্রামে যাচ্ছিল। মাঝপথে ফতেয়াবাদ স্টেশনে ট্রেনটি যাত্রী ওঠানামা করার জন্য থামে। এর মধ্যে গার্ড ডেমু ট্রেন ফেলে প্রায় দুই কিলোমিটার দূরে কোনো এক আত্মীয়ের বাড়িতে চলে যান। গার্ড চলে যাওয়ায় লোকোমাস্টার (চালক) ট্রেন ছাড়ার সংকেত পাচ্ছিলেন না। এ কারণে ফতেয়াবাদ স্টেশনে এক ঘণ্টা ট্রেনটি আটকা পড়ে।

রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) বোরহান উদ্দিন প্রথম আলোকে জানান, কর্তব্যরত অবস্থায় মঙ্গলবার জুনায়েদ চলন্ত ট্রেন ফেলে বাইরে কোথাও চলে যান। এ কারণে ট্রেনটি ফতেয়াবাদ স্টেশনে প্রায় এক ঘণ্টা আটকা পড়েছিল। তাই জুনায়েদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে।

রেলওয়ের নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, ঘটনার দিন রেলের নিয়ন্ত্রণকক্ষ থেকে মুঠোফোনে জুনায়েদকে দ্রুত ট্রেনে উঠতে বলা হয়। লোকোমাস্টার মহিউদ্দিনও মুঠোফোনে কল দিলে গাড়িতে চড়ে জুনায়েদ ফতেয়াবাদ স্টেশনে পৌঁছান। এরপর ট্রেনটি চট্টগ্রামের দিকে রওনা হয়।

রেলের কর্মীরা জানান, ফতেয়াবাদ স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন জুনায়েদ। অথচ গার্ড ছাড়া কোনো ট্রেন চলতে পারে না। কারণ, পতাকা তুলে এবং বাঁশি বাজিয়ে ট্রেন ছাড়ার সংকেত দেন গার্ড।

সুত্র:প্রথম আলো, ৩১ অক্টোবর ২০১৯


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.