শিরোনাম

লাইনচ্যুত ডেমু ট্রেন

লাইনচ্যুত ডেমু ট্রেন

নিউজ ডেস্ক: চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের কাছাকাছি অভ্যন্তরীণ রুটে চলাচলকারী একটি ডেমু ট্রেন লাইনচ্যুত হয়েছে। তবে ট্রেনটিতে যাত্রী না থাকায় কেউ হতাহত হননি।

রোববার (৮ ডিসেম্বর) সকালে টাইগারপাস ডক ইয়ার্ড থেকে স্টেশনে আসার পথে ডেমু ট্রেনটির চাকা লাইনচ্যুত হয়।

রেলওয়ে নিরাপত্তাবাহিনীর (আরএনবি) প্রধান পরিদর্শক আমান উল্ল্যাহ আমান বাংলানিউজকে বলেন, টাইগারপাসের ডক ইয়ার্ড থেকে ডেমু ট্রেনের বগিগুলো পরিষ্কার শেষে চট্টগ্রাম স্টেশন আসার পথে লাইনচ্যুত হয়। ওইসময় ট্রেনটিতে কোনও যাত্রী ছিল না।

রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ের প্রকৌশল দফতর থেকে প্রকৌশলীরা গিয়ে সংস্কার শেষে এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক করেছে।

সুত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম , ২০১৯-১২-০৮


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

1 Trackbacks & Pingbacks

  1. how long are morning glory seeds viable

Comments are closed.