শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন ভাঙ্চুর, পূর্বাঞ্চলের রেলপথ বন্ধ


নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-চট্টগ্রামের মধ্যে চলাচল করা ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনে ভাঙ্চুর চালিয়েছে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও হরতাল সমর্থকরা। আজ সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় এ ঘটনা ঘটে। পরে নিরাপত্তাজনিত কারণে সাময়িক সময়ের জন্য ব্রাহ্মণবাড়িয়ার ওপর দিয়ে সিলেট ও চট্টগ্রামে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী বণিক বার্তাকে বলেন, আজ সকাল ৯টা থেকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন দিয়ে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রামের মধ্যে চলাচল করা সোনার বাংলা এক্সপ্রেস সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছালে বিক্ষুব্ধ লোকজন ট্রেনটি ভাঙচুর চালায়। এর প্রেক্ষাপটে আমরা সব ট্রেন বন্ধ রাখতে বাধ্য হয়েছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।

সূত্র:বণিক বার্তা, মার্চ ২৮, ২০২১


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.