শিরোনাম

বিনা টিকিটে রেল ভ্রমণ, জরিমানা গুণতে হলো ২২ হাজার টাকা


।। রেল নিউজ ।।
রাজশাহীতে বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ট্রেনের ৬৫ যাত্রীকে ২২ হাজার ৭০ টাকা জরিমানা করেছে রেল কর্তৃপক্ষ।

সোমবার (১০ অক্টোবর) দিনগত রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর ‘পদ্মা এক্সপ্রেস’ ট্রেনে এ অভিযান চালানো হয়।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

অসীম কুমার বলেন, সোমবার রাত্রে দাপ্তরিক কাজ শেষে পদ্মা এক্সপ্রেসে ঢাকা থেকে রাজশাহী ফিরছিলাম। ট্রেনে কমলাপুর থেকে খুব বেশি যাত্রী না থাকলেও পরে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রচুর যাত্রীর দেখা মেলে। ট্রেন তখন বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনে। পুরো ট্রেনের টিকিট চেক করতে করতে প্রায় রাত ২টা বেজে গেছে। টিকিট বিহীন মোট ৬৫ যাত্রী পাওয়া যায়। যাদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া বাবদ মোট ২২ হাজার ৭০ টাকা আদায় করা হয়।

তিনি আরও জানান, রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেসে যাত্রীদের থেকে জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।


Comments are closed.