শিরোনাম

আবারও চালু হচ্ছে বেনাপোল এক্সপ্রেস


।। নিউজ ডেস্ক ।।
ঢাকা থেকে যশোরের বেনাপোল রুটে ফের আগামী ২ ডিসেম্বর থেকে চালু হতে যাচ্ছে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি।

শুক্রবার (২৬ নভেম্বর) বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২ ডিসেম্বর থেকে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি চলবে বলে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

করোনার আগে বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিদিন ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ৫-৬ হাজার পাসপোর্টধারী যাত্রী ভারতে যাতায়াত করতেন। করোনাভাইরাসের কারণে দেশের সব ট্রেন চলাচল বন্ধ হলে ৫ এপ্রিল থেকে ঢাকা-বেনাপোল রুটে আন্তঃনগর এ ট্রেনটিও বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছিল ভারতে যাতায়াতকারীদের, বিশেষ করে চিকিৎসার জন্য যাতায়াতকারী যাত্রীদের। পরে সরকার সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিলে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটিও চালুর দাবি জানানো হয়।

প্রতিদিন বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াত করেন দেড় হাজারেরও বেশি যাত্রী। তাদের মধ্যে ৯০ শতাংশই যান চিকিৎসার জন্য।

সূত্রঃ বাংলাদেশ জার্নাল


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

1 Trackbacks & Pingbacks

  1. acesse

Comments are closed.