শিরোনাম

ঝুঁকিপূর্ণ ট্রেন চলাচল

ঝুঁকিপূর্ণ ট্রেন চলাচল

বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর ও আলতাবনগর রেলস্টেশনের মাঝে স্থানীয়ভাবে ‘বড় পুল’ নামে পরিচিত রেলব্রিজের ওপর ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রেন। ব্রিজে রেল-ক্লিপ, নাট-বোল্ট নেই। পুরনো স্লিপারগুলো এলোমেলো হয়ে সেতুটি এখন বিপজ্জনক। এর ওপর দিয়ে সান্তাহার-লালমনিরহাট রেলপথে ঝুঁকি নিয়ে ট্রেন চলছে প্রতিদিন। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ব্রিজের ওপর রেল-স্লিপারের সংযোগ নেই। রেল-স্লিপারের মাঝে ফাঁকা। স্লিপারগুলো এলোমেলোভাবে সরে পড়েছে। এর কোনো-কোনোটার ক্লিপ, নাট-বোল্ট নেই। এলাকার লোকজন বাঁশের অংশ দিয়ে স্লিপারগুলো আটকানোর চেষ্টা করেছে। ২০১৪ সালে সরকারবিরোধী আন্দোলনের সময় ব্রিজের কাঠের স্লিপারে আগুন ধরিয়ে দেওয়া হয়। এজন্য বেশকিছু স্লিপার আগুনে পুরে হয় ক্ষতিগ্রস্ত। এগুলো পরে আর বদলানো হয়নি। দীর্ঘ সময়ে স্লিপারগুলো নষ্ট হয়ে গেছে। রেল-স্লিপারে ক্লিপ না থাকায় এগুলো সরে গেছে। এ অবস্থায় ট্রেন চলাচলের সময় বেঁকে যায় ও বিকট শব্দ হয়। দুর্ঘটনা এড়াতে জরুরিভিত্তিতে এসব মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।

সাকলাইন লেনিন

আদমদীঘি, বগুড়া

সূত্র:ইত্তেফাক, ৩০ সেপ্টেম্বর, ২০২০


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

4 Trackbacks & Pingbacks

  1. check my site
  2. Twitter
  3. dk7
  4. he has a good point

Comments are closed.