শিরোনাম

যাত্রীদের চাপ আর উচ্ছ্বাস কমতে শুরু করেছে মেট্রো রেলে


।। নিউজ ডেস্ক ।।
উদ্বোধনের পর থেকে বেশ যাত্রীদের চাপ ছিল মেট্রো রেলে। এক দিন সপ্তাহিক ছুটি কাটিয়েছে দেশে প্রথম মেট্রো রেল। প্রথম দিকে যে রকম যাত্রীদের চাপ আর উচ্ছ্বাস ছিল, তা কিছুটা কমতে শুরু করেছে। যাত্রীদের অপেক্ষার দীর্ঘ সারি আর হৈচৈ নেই স্টেশন পাড়ায়।

আগারগাঁও স্টেশনে খোঁজ নিয়ে জানা যায়, সকাল থেকে যাত্রীদের তেমন ভিড় ছিল না। প্রথম দুই ঘণ্টায় আগারগাঁও থেকে ট্রেন ছেড়ে গেছে মাত্র তিনটি। ওসব ট্রেনেও আগের দিনগুলোর তুলনায় যাত্রী ছিল খুবই কম। স্বাভাবিকভাবেই ট্রেন ছিল অনেকটা ফাঁকা। সকালে টিকিট কাউন্টারেও তেমন চাপ ছিল না।,

সাড়ে ৯টার কাছাকাছি সময় উত্তরা থেকে আগারগাঁও এসেছেন মাহমুদ ইকবাল। জানতে চাইলে মাহমুদ জানান, কিছুক্ষণ পর আবার মেট্রোতে করেই উত্তরা ফিরবেন। উত্তরা উত্তর স্টেশনেও যাত্রীদের তেমন ভিড় নেই।,

স্বেচ্ছাসেবী হিসেবে আগারগাঁওয়ের মেট্রো স্টেশনে কাজ করছেন রোভার স্কাউট সদস্য শিহাবুর রহমান। কথা হলে শিহাবুর বলেন, অন্যান্য দিনের তুলনায় আজ যাত্রীর চাপ কম। শীত বেশি হওয়ায় হয়তো মানুষ সকাল সকাল ঘর থেকে বের হচ্ছেন না।

গত ২৯ ডিসেম্বর থেকে সর্বস্তরের যাত্রীদের জন্য খুলে দেওয়া হয় মেট্রো রেলের দরজা। ওইদিন থেকে প্রতিদিনই সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত মেট্রো চলাচল করছে উত্তরা থেকে আগারগাঁও বিরতিহীনভাবে। কোনো স্টেশনে না থামায় আপাতত ভাড়া একটাই ৬০ টাকা।,

আগারগাঁও স্টেশনে কথা হলে মেট্রোর যাত্রী মো. মাঈনুদ্দিন বলেন, ‘আরো আগেই ট্রেনে চড়ার ইচ্ছে ছিল। কিন্তু মানুষের ভিড় দেখে আর আসি নাই। আজ এসে দেখি প্রায় ফাঁকা। মানুষের ভিড় কিছুটা কম থাকবে এটা অনুমান করেছিলাম। কিন্তু এত কম ভিড় থাকবে সেটা ভাবতেও পারিনি।’,

সূত্রঃ কালের কণ্ঠ


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

2 Trackbacks & Pingbacks

  1. Dow Jones
  2. he has a good point

Comments are closed.