শিরোনাম

১৩ ঘণ্টা দেরিতে কুড়িগ্রাম এক্সপ্রেস

১৩ ঘণ্টা দেরিতে কুড়িগ্রাম এক্সপ্রেস

পাওয়ার (ইঞ্জিন)  ফেইলিয়র ও পাওয়ার ট্রাকশনে আগুন লাগায় আন্তঃ নগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর ৪টায় পার্বতীপুর স্টেশনে পৌঁছানোর কথা থাকলেও সেই ট্রেন এসে পৌঁছেছে ১১ ঘণ্টা পরে দুপুর ৩টায়। পরে পার্বতীপুরে ইঞ্জিনে আগুন লাগায় আরো দুই ঘণ্টা পর কুড়িগ্রামের উদ্দেশে ট্রেনটি রওনা হয়।

জানা যায়, গত সোমবার রাত ৮টা ৪৫ মিনিটে নির্ধারিত সময়ের ১৫ মিনিট দেরিতে কুড়িগ্রাম এক্সপ্রেস রাজধানীর কমলাপুর স্টেশন ত্যাগ করে। রাত ১টায় চাটমোহর রেলস্টেশনে পৌঁছার পর এটি বিকল হয়ে যায়। পরে পার্বতীপুর থেকে ২৯০৭ নম্বরের একটি ইঞ্জিন রাত ৪টা ১৫ মিনিটে পার্বতীপুর রেলস্টেশন থেকে চাটমোহরের উদ্দেশে ছেড়ে যায়। সেখানে তা পৌঁছায় সকাল ৮টা ৪০ মিনিটে। পরে বিকল হওয়া ইঞ্জিন কেটে রেখে এই স্টেশন থেকে ট্রেনটি কুড়িগ্রাম অভিমুখে ছেড়ে আসে সকাল ১০টা ১৫ মিনিটে। দুপুর ৩টায় এটি পার্বতীপুর স্টেশনে এসে পৌঁছায়।

পরে পার্বতীপুর স্টেশনে ওই ইঞ্জিনের ট্রাকশন মোটরে আগুন লাগায় কুড়িগ্রামের উদ্দেশে রওনা হতে প্রায় দুই ঘণ্টা দেরি হয়।

লালমনিরহাট ডিভিশনের ডিএমই রাসেল জানান, এ ঘটনায় এখন পর্যন্ত তদন্ত কমিটি গঠন করা হয়নি। তবে ডিআরএম লালমনিরহাট তদন্ত কমিটি গঠন করবে।

সুত্র:কালের কন্ঠ, ৫ ফেব্রুয়ারি, ২০২০


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.