শিরোনাম

চীনে প্রথম বেসরকারিভাবে চালু হলো দ্রুতগতির রেলপথ


।। নিউজ ডেস্ক ।।
চীনে এই প্রথম বেসরকারি উদ্যোগে নির্মিত হলো দ্রুতগতির ২৬৬ দশমিক ৯ কিলোমিটার রেলপথ, যার নামকরণ করা হয়েছে ‘হ্যাংঝো-তাইঝো’। ট্রেন চলাচল শুরু হয়েছে পরীক্ষামূলকভাবে। যা পূর্ব চীনের ঝিজিয়াং প্রদেশে অবস্থিত। রেলপথটি হ্যাংঝো পুর্ব স্টেশনে শুরু হয়ে তাইঝো ওয়েনলিং স্টেশনে গিয়ে শেষ হয়েছে।

নতুন এই রেলপথটি নির্মাণে ব্যয় হয়েছে ৭ বিলিয়ন ডলার। যারমধ্যে ৫১ শতাংশের মালিকানা রয়েছে ফসুন গ্রুপের। এই রেলপথে প্রতিটি ট্রেন ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতিতে চলতে পারবে। চীনের বেসরকারি বিনিয়োগে আটটি রেলপথ নির্মাণপ্রকল্পের মধ্যে অন্যতম একটি।

বেসরকারি মালিকানাধীন হলেও এই রেলপথে ট্রেন পরিচালনা এবং টিকিট বিক্রির অর্থ সংগ্রহ করবে চায়না রেলওয়ে কর্পোরেশন এবং এর সহযোগী সংস্থাগুলো। এই অর্থ থেকে বিনিয়োগকারীদের ‘লাইন ব্যবহার ফি’ প্রদান করা হবে।

হ্যাংঝো-তাইঝো রেলপথ নির্মাণে ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হয়। ওই বছরের ডিসেম্বরে শুরু হয়েছিলো নির্মাণ কাজ।

সূত্রঃ সময় টিভি


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

1 Trackbacks & Pingbacks

  1. other

Comments are closed.