শিরোনাম

নারায়ণগঞ্জে রেলগেইট এলাকায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ


।। নিউজ ডেস্ক ।।
নারায়ণগঞ্জের রেলগেইট এলাকার পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন বাংলাদেশ রেলওয়ে। বুধবার (৪ জানুয়ারি) শহরের ২ নং রেলগেইট এলাকা থেকে শুরু করে বালুরমাঠ পর্যন্ত এ অভিযান চালানো হয়।

বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিভশনাল এস্টেট অফিসার মো. সফি উল্লাহ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় রেললাইনের দুই পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনাগুলো ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর কেউ কেউ আবার দোকানপাট সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। আর এ উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বিপুল পরিমাণ লোকজন জড়ো হয় রেললাইনের দুইপাশে।

রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ জাগো নিউজকে বলেন, আপনারা জানেন বর্তমানে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ডাবল রেল লাইনের কাজ চলমান। এখানে ডাবল লাইন প্রকল্পের মালামাল আসবে। যার কারণে আমরা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। রেল লাইনের দুই পাশে যত স্থাপনা আছে সব স্থাপনাই অবৈধ। তাদের অনেকবার বলা হয়েছে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য।


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.