শিরোনাম

ট্রেনের টিকিট কাটতে ভোগান্তি অস্বাভাবিক কিছু না: রেলমন্ত্রী

ট্রেনের টিকিট কাটতে ভোগান্তি অস্বাভাবিক কিছু না: রেলমন্ত্রী

অনলাইনে ট্রেনের টিকিট কাটার ভোগান্তিকে স্বাভাবিক বলে মন্তব্য করে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ট্রেনের টিকিট কাটতে ভোগান্তি অস্বাভাবিক কিছু না। বৃহস্পতিবার (১৫ জুলাই) কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ঈদে বাড়ি যাওয়া উপলক্ষে একসঙ্গে ৪০ থেকে ৫০ লাখ মানুষ টিকিট কাটার চেষ্টা করে, সেখানে টিকিট না পাওয়ার ভোগান্তি তো থাকবেই। কারণ ট্রেনের আসন সংখ্যা সীমিত।

No description available.

লোকাল ট্রেনে যাত্রীদের স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, লোকাল ট্রেনে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানাতে আমরা নতুন এক প্রযুক্তির ব্যবহার করতে যাচ্ছি। এ প্রযুক্তি ব্যবহার করা গেলে লোকাল ট্রেনগুলোতে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানানো সম্ভব হবে। তবে কি ধরনের প্রযুক্তির ব্যবহার করা হবে সে সম্পর্কে কিছুই পরিষ্কার করা হয়নি।

সূত্র:ইত্তেফাক, ১৫ জুলাই, ২০২১


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

2 Trackbacks & Pingbacks

  1. Explore DC Real Estate Market
  2. 1688upx

Comments are closed.