শিরোনাম

প্রধানমন্ত্রীর ১০ অগ্রাধিকার প্রকল্পের মধ্যে দুটি রেলের

ভারতের সঙ্গে চালু হচ্ছে আরও তিন রেল সংযোগ

।। নিউজ ডেস্ক ।।
কমলাপুর রেলস্টেশনে সোমবার (০৮ নভেম্বর) ‘স্বয়ংক্রিয় ট্রেন ওয়াশিং প্লান্টে’র উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানকালে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, প্রধানমন্ত্রীর ১০ অগ্রাধিকার প্রকল্পের মধ্যে দুটি রেল মন্ত্রণালয়ের। এর মধ্যে একটি চট্টগ্রামের দোহাজারী থেকে মিয়ানমার হয়ে চীনে সম্প্রসারিত হবে। বাংলাদেশের ভেতর দিয়ে কলকাতা পর্যন্ত ট্রেন যাবে। গোটা এশিয়ার সঙ্গে বাংলাদেশ রেলওয়ে যোগ হবে। আরেকটি হলো পদ্মা লিংক। ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭১ কিলোমিটার। পদ্মা সেতুর ওপর দিয়ে পার হয়ে যাবে এই রেললাইন।

মন্ত্রী জানান, ট্রেন ওয়াশিং প্লান্টের মাধ্যমে মাত্র আট মিনিটে একটি ট্রেন দ্রুত পরিষ্কার করা সম্ভব। ফলে ট্রেনের শিডিউল বিপর্যয় কমে আসবে। এ ছাড়া স্বয়ংক্রিয় ট্রেন ওয়াশিং প্লান্টের কারণে লোকবলও অনেক কম লাগবে।

২০২৪ সালে কমলাপুর রেলস্টেশন মাল্টিলেভেল হাব হবে জানিয়ে রেলমন্ত্রী বলেন, ‘কমলাপুরের পাশাপাশি তেজগাঁও ও বিমানবন্দর স্টেশনও ডিজিটাল হাব হবে। ঢাকায় রেল যোগাযোগে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। এ ছাড়া শাহজাহানপুর এলাকা নতুনভাবে সজ্জিত হবে।’

সূত্রঃ কালেরকন্ঠ


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.