শিরোনাম

তেজগাঁওয়ে যমুনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত


।। নিউজ ডেস্ক ।।
রাজধানীর কারওয়ান বাজারের কাছের রেললাইনে যমুনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে উল্টো দিক থেকে আসা ট্রেনও আটকে থাকে। সকাল ১০টার দিকে লাইনচ্যুত বগি ছাড়াই ট্রেনটি চলা শুরু করে।

জানা গেছে, বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে তেজগাঁও মাছের আড়তে সামনে ট্রেনটি লাইনচ্যুত হয়। এ তথ্য নিশ্চিত করেন কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, তেজগাঁওয়ে ঢাকা অভিমুখী আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের একটি ট্রেনের বগি কারওয়ান বাজারের কাছে লাইনচ্যুত হয়। আপাতত বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। সেখানে উদ্ধার কাজ চলছে। পরে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

এদিকে, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঘটনাস্থল এলাকায় যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে কারওয়ান বাজার রেলক্রসিং ও মগবাজারে তীব্র যানজটের সৃষ্টি হয়। উল্টো দিক থেকে আসা একটি মালবাহী ট্রেনও লাইনে আটকে থাকে।

তবে সকাল ১০টার দিকে তিনটি বগি রেখে যমুনা এক্সপ্রেস চলা শুরু করে।


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।