শিরোনাম

‘যমুনায় রেল সেতুর ভিত্তি স্থাপন মার্চেই’

‘যমুনায় রেল সেতুর ভিত্তি স্থাপন মার্চেই’

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, যমুনা সেতুর ওপর আলাদা রেলসেতুর নির্মাণকাজের ভিত্তি আগামী মার্চেই স্থাপন করা হবে। ২০২৩ সালের মধ্যে এই সেতুর নির্মাণকাজ শেষ হবে। এ ছাড়া দেশের গুরুত্বপূর্ণ রেলপথকে ডাবল লাইনে উন্নীত করা হবে। চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ী রেল যোগাযোগ শুরু হবে শিগগিরই। পাশাপাশি পঞ্চগড় থেকে বাংলাবান্ধা হয়ে ভারতের শিলিগুড়ির সঙ্গেও রেল যোগাযোগ স্থাপন করা হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও আয়বর্ধক কার্যক্রম পরিচালনার জন্য ৪৯ লাখ টাকা ব্যয়ে মাল্টিপারপাস ফাউন্ডেশনসহ চারতলাবিশিষ্ট পাকা ভবন ‘উথনাউ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীরা এখন সমাজের মূল ধারায় উঠে এসেছে। সরকার তাদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

সুত্র:কালের কন্ঠ, ৩১ জানুয়ারি, ২০২০


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

2 Trackbacks & Pingbacks

  1. BAUC
  2. Chiang mai Muay Thai

Comments are closed.