শিরোনাম

সৈয়দপুরে সম্প্রীতি এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

সৈয়দপুরে সম্প্রীতি এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক: ঢাকা-নিউ জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেনের যাত্রাবিরতির দাবিতে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন হয়েছে।

গতকাল রোববার উপজেলার শহীদ ডা. জিকরুল হক সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সৈয়দপুরবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধনে ব্যবসায়ী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধন চলাকালে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মতিয়ার রহমান দুলু, জাপা নেতা শিল্পপতি মো. সিদ্দিকুল আলম সিদ্দিক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির স্থানীয় নেতা রুহুল আলম মাস্টার। আরও বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সৈয়দপুর শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান, নাট্য সংগঠক আতাউর রহমান ময়না, আওয়ামী লীগ নেতা রইচ উদ্দিন মতি জোতদার। বক্তাদের মধ্যে ছিলেন সাংবাদিক এমআর আলম ঝন্টু, সাব্বির আহমেদ সাবের, সিটি করপোরেশন বাস্তবায়ন কমিটিরর আহ্বায়ক তামিম রহমান ও যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সমাজসেবক রবিউল আউয়াল রবি প্রমুখ।

বক্তারা বলেন, দেশের ভৌগোলিক সীমারেখার কারণে রংপুর বিভাগের আট জেলার সুবিধাজনক অবস্থানে রয়েছে সৈয়দপুর রেলওয়ে স্টেশন। এছাড়া এখানে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণকাজ চলমান। আর সৈয়দপুর তথা এ অঞ্চলের মানুষ ব্যবসা, চিকিৎসা, শিক্ষাসহ নানা প্রয়োজনে প্রতিদিন ভারতে যাতায়াত করে। তাই ঢাকা-ভারতের নিউ জলপাইগুড়ির মধ্যে চলাচল শুরু হওয়া আন্তঃদেশীয় ‘সম্প্রীতি এক্সপ্রেস’ যাত্রীবাহী ট্রেনের যাত্রাবিরতির প্রয়োজন সৈয়দপুর রেলওয়ে স্টেশনে। তা না হলে এ অঞ্চলের মানুষকে ওই ট্রেনে ভারতে যেতে ঢাকায় গিয়ে আবারও সৈয়দপুর হয়েই যেতে হবে। এতে এ অঞ্চলের মানুষ চরম বিড়ম্বনায় পড়বে। তাই এ জনপদের মানুষের দুর্ভোগ লাঘবে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ইমিগ্রেশন সুবিধা চালু করে আন্তঃদেশীয় ‘সম্প্রীতি এক্সপ্রেস’ যাত্রীবাহী ট্রেনের যাত্রাবিরতির দাবি জানান বক্তারা। আর এজন্য প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করেছেন তারা।

সূত্র:শেয়ার বিজ, মার্চ ১৫, ২০২১


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.