শিরোনাম

রেলকে দুর্নীতিমুক্ত করতে চান মন্ত্রী

রেলকে দুর্নীতিমুক্ত করতে চান মন্ত্রী

নিউজ ডেস্ক: রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সেই অনুযায়ী রেলকেও দুর্নীতিমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

আজ মঙ্গলবার দুপুরে রেলভবনে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত পরিচিতি সভায় এ কথা বলেন নতুন রেলপথ মন্ত্রী।

এ সময় রেলের চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ে সম্পন্ন করতে কাজ করবেন বলে জানান তিনি। রেলপথ মন্ত্রী বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। রেলওয়ের চলমান প্রকল্পগুলোকে নির্ধারিত সময়ে শেষ করার ব্যাপারে কাজ করবেন তিনি। এ ছাড়া অধিক গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিয়ে আলাদা উদ্যোগ গ্রহণ করা হবে।

মো. নূরুল ইসলাম সুজন বলেন, গত ১০ বছরে শেখ হাসিনার নেতৃত্বে নিজেদের আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টায় এগিয়ে চলেছি। আমরা এখন উন্নত দেশের লক্ষ্যে আগাচ্ছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমরা সকলেই কাজ করে যাচ্ছি। মন্ত্রী এ সময় আরও বলেন রেলকে যুগোপযোগী উন্নয়নে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তিনি। বিভিন্ন দেশের সঙ্গে কানেকটিভিটি বাড়ানোর বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন।

এ অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কাজী মো. রফিকুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুত্র:প্রথম আলো, ০৮ জানুয়ারি ২০১৯


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.