শিরোনাম

আসাম রাজ্যে বন্যায় ধ্বংসস্তূপে পরিণত নিউহাফলং রেলওয়ে স্টেশন


।। নিউজ ডেস্ক ।।
ভারতের আসাম রাজ্যে ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (১৮ মে) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আসামের ২৭ জেলার বহু এলাকা তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্থ হয়েছে ছয় লাখের বেশি মানুষ।

আসামের বিভিন্ন জেলায় ১৩৫টি আশ্রয়কেন্দ্রে ৪৮ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে। বন্যা কবলিত এলাকায় প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ নিশ্চিত করতে রাজ্যজুড়ে ১১৩টি বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

গত সোমবার (১৬ মে) ভারতের আসাম রাজ্যে পাহাড়ি এলাকার রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বেশ কয়েকটি বগি প্রবল স্রোতে উল্টে যায়। ধ্বংসস্তূপে পরিণত হয় দিমা হাসাওয়ের নিউহাফলং রেলওয়ে স্টেশন।

আগামী চারদিন আসামে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকাতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদফতর। এতে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.