শিরোনাম

রেলমন্ত্রী ও মহাপরিচালকের ডাকে রেলভবনে রনি


।। রেল নিউজ ।।
বাংলাদেশ রেলওয়ের টিকিট জটিলতা ও অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি রেলমন্ত্রী ও রেলের মহাপরিচালকের আমন্ত্রণে রেলভবনে এসেছেন। রেলের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে তার কাছে জানা যায়।

আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রেল ভবনে উপস্থিত হন রনি।

রনি বলেন, মাননীয় রেলমন্ত্রী ও রেলের মহাপরিচালক আমাকে রেলের যাত্রীসেবা ও এই সংক্রান্ত বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলতে ডেকেছেন।

উল্লেখ্য, গত ৭ জুলাই রেলওয়ের অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির প্রতিবাদে ৬ দফা দাবিতে হাতে শিকল বাঁধা অবস্থায় কমলাপুর রেলস্টেশনে অবস্থান শুরু করেন এ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। পরে অবশ্য তাকে রেলওয়ের অংশীজন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।


Comments are closed.