শিরোনাম

ঢাকা-টুঙ্গিপাড়া রেললাইন পিরোজপুর পর্যন্ত বাড়ানোর দাবি

পুরনো ছবি

।। রেল নিউজ ।।
ঢাকা-টুঙ্গিপাড়া রেললাইন পিরোজপুর পর্যন্ত বর্ধিত ও ঢাকা-পিরোজপুর রুটে সরকার নির্ধারিত বাসভাড়া কার্যকর করাসহ ১০ দফা দাবি জানিয়েছে ‘পিরোজপুর ফোরাম’।

আজ শনিবার (২২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে পিরোজপুর ফোরাম আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ দাবি জানান আলোচকরা।

ফিরোজপুর ফোরামের অন্য দাবি গুলোর মধ্যে রয়েছে-
ভাঙ্গা-গোপালগঞ্জ-টুংগীপাড়া-পিরোজপুর সড়ক চার লেন করতে হবে। পিরোজপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে হবে। পিরোজপুরে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে হবে। কঁচা নদীতে পাড়েরহাট-চরখালী ব্রিজ নির্মাণ করতে হবে। বেকুটিয়া ব্রিজ থেকে ভান্ডারিয়া-মঠবাড়িয়া সংযোগ সড়ক নির্মাণ করতে হবে। কালিগঙ্গা নদীতে নেছারাবাদ-পিরোজপুর সংযোগ সেতু নির্মাণ করতে হবে। পিরোজপুরে কৃষি কলেজ প্রতিষ্ঠা করতে হবে। অবিলম্বে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করতে হবে।

অনুষ্ঠানে বক্তারা পিরোজপুরের জনমানুষের উন্নয়নে এ ১০ দফা দ্রুত বাস্তবায়ন করার জন্য সরকারের কাছে আহ্বান জানান।

এসময় কে এম আব্দুস সোবাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আলহাজ্ব শামীম সাঈদী, সাবেক রেল সচিব মোফাজ্জেল হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ঢাকা-টুঙ্গিপাড়া রেললাইন পিরোজপুর পর্যন্ত বর্ধিতকরণে এর আগেও একাধিকবার মানববন্ধন সহ জোর দাবি জানিয়ে এসেছে ঢাকাস্থ পিরোজপুর ফোরামটি।

সূত্রঃ জাগোনিউজ


1 Trackbacks & Pingbacks

  1. บุหรี่นอก

Comments are closed.