শিরোনাম

দুবছর পর চালু হলো হিলি রেলস্টেশন

দুবছর পর চালু হলো হিলি রেলস্টেশন

দুই বছর বন্ধ থাকার পর হিলি রেলস্টেশনের কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। গতকাল সকালে কার্যক্রমের উদ্বোধন করেন রেলওয়ের পশ্চিমা অঞ্চলের জিএম মিহির কান্তি।

সকাল ১০টায় তিতুমীর ট্রেনটি রাজশাহী থেকে হিলি স্টেশনে এসে পৌঁছালে তিনি ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় স্থলবন্দরের ব্যবসায়ী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

পরে স্টেশনটির পুনরায় কার্যক্রম চালু উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। তিনি বলেন, বর্তমান সরকার রেলবান্ধব সরকার। হিলি স্থলবন্দরের গুরুত্বের কথা বিবেচনা করে দীর্ঘদিন পর হলেও স্টেশনের কার্যক্রম চালু করা হলো। এতে করে বন্দর এলাকার মানুষের যাতায়াতের সুবিধা হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা নির্বাহী অফিসার আবদুর রাফিউল আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্তসহ অনেকে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ জানুয়ারি লোকবল সংকট দেখিয়ে স্টেশনটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল।

সুত্র:শেয়ার বিজ, মার্চ ১০, ২০২০


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.