শিরোনাম

কুলাউড়া দুর্ঘটনার জন্য রেল মন্ত্রণালয় দায়ী নয়: রেলমন্ত্রী

কুলাউড়া দুর্ঘটনার জন্য রেল মন্ত্রণালয় দায়ী নয়: রেলমন্ত্রী

রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘কুলাউড়ার এই দুর্ঘটনার জন্য রেল মন্ত্রণালয়কে ব্যর্থ বলা যাবে না।’ বুধবার দুপুরে জেলার কুলাউড়ার বরমচাল রেল ষ্টেশনের কাছে আন্তঃনগর ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনের দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘অতিরিক্ত যাত্রী, নাট, বল্টু খোলা ও কারিগরি ত্রুটি ছিল কিনা এ বিষয় খতিয়ে দেখতে ২টি তদন্ত কমিটি ঘটন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তদন্ত রিপোর্টে যা আসবে তা আপনাদের সামনে উপস্থাপন করা হবে। যদি কেউ দায়ী হয়ে থাকে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিবে রেল বিভাগ।’

তিনি আরও বলেন, ‘কোন দুর্ঘটনাই আমাদের কাম্য নয়। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এখানে এসেছি। ব্রিজ ভেঙ্গে নয়, দুর্বল লাইন, নাট বল্টুর কারণেই এই দুর্ঘটনা হতে পারে। তবে তদন্ত কমিটি এটা জানাবে।’

বিএনপি জামাত জোটের সময় রেল বিভাগের উন্নয়ন হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘এই সরকারের আমলে আলাদা মন্ত্রণালয় হয়েছে। দৃশ্যমান নানা উন্নয়ন হয়েছে ও হচ্ছে।’ এ সময় স্থানীয়দের দাবির প্রেক্ষিতে বরমচাল স্টেশনে দুইটি আন্তঃনগর ট্রেন স্টপেজের আশ্বাসও দেন তিনি। পরবর্তীতে প্রয়োজন হলে আরও স্টপেজ বাড়ানোর কথাও বলেন। ঢাকা সিলেট রেল লাইন ডুয়েল গেজ হবে উল্লেখ করে তিনি বলেন, ‘এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’

এছাড়াও কুলাউড়ায় ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনায় আহত ও নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘আহত প্রত্যেককে ১০ হাজার টাকা ও নিহতদের এক লক্ষ করে দেওয়া হবে। এছাড়া জেলা প্রশাসনও আর্থিক সহযোগিতা করবে।’

এরপর মন্ত্রী নিহত কুলাউড়ার আওয়ামী লীগ নেতার স্ত্রী দুর্ঘটনায় নিহত মনহওয়ারা পারভীনের বাড়িতে যান এবং তাদের সান্ত্বনা দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলম, রেলওয়ের প্রকৌশলী মিজানুর রহমান ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ। একই সময়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

সুত্র:ইত্তেফাক, ২৬ জুন, ২০১৯


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.