শিরোনাম

শুক্রবার থেকে চালু হবে ম্যাংগো স্পেশাল ট্রেন

শুক্রবার থেকে চালু হবে ম্যাংগো স্পেশাল ট্রেন

চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলা সংলগ্ন এলাকা হতে আমসহ অন্যান্য পার্সেল পরিবহনের জন্য আগামী শুক্রবার (৫ জুন) থেকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে একজোড়া ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেন চালু হবে।

মঙ্গলবার (২ জুন ) পশ্চিমাঞ্চলের রেলওয়ের চিফ অপারেটিং সুপারিটেনডেন্টের কার্যালয় থেকে বিষয়টি জানা যায়।

‘ম্যাংগো স্পেশাল’ ট্রেনটি সপ্তাহে প্রতিদিন চলাচল করবে। ম্যাংগো স্পেশাল ট্রেনটি প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ থেকে বিকেল ৪টায় এবং রাজশাহী থেকে বিকেল ৫টা ৫৫ মিনিটে ছাড়বে এবং ঢাকায় পৌঁছাবে রাত ১টায় ।

ম্যাংগো স্পেশাল ট্রেনটি শুধু আম নয়, সকল প্রকার শাকসবজি, ফলমূল, ডিমসহ কৃষিজ দ্রব্য ও রেলওয়ের আইনে পার্সেল হিসেবে বহনযোগ্য সকল সামগ্রী বহন করবে।

উল্লেখ্য, ১ মে থেকে কৃষিপণ্য পরিবহনে পার্সেল স্পেশাল ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। বর্তমানে যেসব রুটে পার্সেল স্পেশাল ট্রেন চলাচল করছে- চট্টগ্রাম- সরিষাবাড়ী -চট্টগ্রাম, ঢাকা -ভৈরব বাজার – ঢাকা, বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলও‌য়ে স্টেশন (পঞ্চগড়) -ঢাকা, খুলনা- চিলাহাটি-খুলনা।

সূত্র:বার্তা২৪.কম,  ০২ জুন, ২০২০


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

2 Trackbacks & Pingbacks

  1. melhores programa de acesso remoto
  2. other

Comments are closed.