শিরোনাম

ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান কর্মসূচি

ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান কর্মসূচি

নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট-ঢাকা রেলপথে চলাচলরত আন্তঃনগর কালনী এক্সপ্রেসের যাত্রাবিরতিসহ চার দফা দাবিতে শনিবার অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

জেলা নাগরিক ফোরামের ডাকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফরমে অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি পিযূষ কান্তি আচার্য। বক্তব্য রাখেন, জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট আকতার হোসেন সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আবদুন নূর প্রমুখ।

ঢাকা-সিলেট-ঢাকা রেলপথে চলাচলরত আন্তঃনগর কালনী এক্সপ্রেস, ময়মনসিংহ-চট্টগ্রাম-ময়মনসিংহ রেলপথে চলাচলরত বিজয় এক্সপ্রেসের ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রারিবতি, ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে নতুন আন্তঃনগর ট্রেন চালু, বিভিন্ন আন্তঃনগর ট্রেনের আসন বৃদ্ধি ও ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনকে প্রথম শ্রেণিতে উন্নীত করার দাবি জানিয়েছেন বক্তারা।

আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে নাগরিক ফোরামের চার দফা দাবি না মানলে রেলপথ অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন বক্তারা।

সুত্র:ইত্তেফাক, ১৬ ফেব্রুয়ারি, ২০২০


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.