শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জের ম্যাংগো ট্রেন যাবে যেসব এলাকায়


নিউজ ডেস্ক: গত বছরের ন্যায় এবারো চাঁপাইনবাবগঞ্জ থেকে চালু হলো ম্যাংগো স্পেশাল ট্রেন। আজ বৃহস্পতিবার দুপুরে ভার্চুয়্যালি এ ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরিস্থিতিতে আমচাষি ও ব্যবসায়ীদের সুবিধায় এ সার্ভিস চালু করলো সরকার। ট্রেনটির উদ্বোধন উপলক্ষে ভার্চুয়্যালি চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন প্লাটফরমে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহেম্মদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌস ইসলাম জেসি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মঈনুদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক-আব্দুল ওদুদ, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিবসহ রেলের উধর্বতন কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। 

চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন মাস্টার ওবায়দুল্লাহ জানান, প্রতিদিন বিকেল চারটা থেকে ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। তিনি জানান, এই ট্রেনে আমসহ অন্যান্য শাক-সবজির পরিবহন খরচ পড়বে প্রতিকেজি ১ টাকা ৩১ পয়সা এবং প্রতি ক্যারেট আমের লেবার ভাড়া পড়বে ১০ টাকা। প্রতিটি বগিতে পরিবহন করা যাবে ৪৩ মেট্রিক টন আম। এই ট্রেনের মাধ্যমে অন্যান্য পরিবহনের চেয়ে স্বল্প খরচে পরিবহন করা যাবে।  রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ম্যাংগো স্পেশাল বিশেষ এই ট্রেন প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী হয়ে ঢাকা পর্যন্ত চলাচল করবে। এ ট্রেনটি দুপুর ২টায় রহনপুর থেকে আম নিয়ে ছেড়ে আসবে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে। এরপর চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে বিকেল সাড়ে ৪টায় ছাড়বে। ট্রেনটি রাজশাহী স্টেশনে পৌঁছবে সন্ধ্যা সাড়ে ৬টায় এবং ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছবে রাত ২টায়। আম নামিয়ে রাতেই ট্রেনটি আবার চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে। মালামাল তোলার জন্য চাঁপাইনবাবগঞ্জ, আমনুরা, রহনপুর, কাঁকন, রাজশাহী, হরিয়ান, সরদাহ, আড়ানী, আবদুলপুর স্টেশনে থামবে বিশেষ এ ট্রেন। ম্যাংগো স্পেশাল ট্রেনের পাঁচটি ওয়াগনে পণ্য পরিবহন করা হবে। প্রতিটি ওয়াগনে ৪০ টন করে মোট ২০০ টন পণ্য পরিবহন করা যাবে।

সুত্র:কালের কন্ঠ, ২৭ মে, ২০২১


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

1 Trackbacks & Pingbacks

  1. see page

Comments are closed.