শিরোনাম

রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি


।। নিউজ ডেস্ক ।।
রংপুর এক্সপ্রেস ঢাকা ও রংপুর জেলার মধ্যে চলাচলকারী প্রথম আন্তঃনগর ট্রেন। ২০১১ সালের ২০ই মার্চ তৎকালীন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন রংপুর সফরকালে ঢাকা ও রংপুরের মধ্যে একটি নতুন ট্রেন চালু প্রতিশ্রুতি দেন। সেই ঘোষণা মোতাবেক একই বছরের ২১শে আগস্ট রংপুর এক্সপ্রেস চালু হয়।

রংপুর এক্সপ্রেস (ট্রেন নং ৭৭১−৭৭২) বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি আন্তঃনগর ট্রেন। এটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রংপুরের রংপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে। ট্রেনটিতে ১১ বগি রয়েছে ও একটি খাবার বগি রয়েছে. তাছাড়া রয়েছে নামাজের জন্য আলাদা ঘর. ট্রেনটিতে মোট আসন সংখ্যা ৪২৪। এই ট্রেনটিতে তিন ধরনের আসন রয়েছে যেমন এসি কেবিন সিট, স্নিগ্ধ এসি চেয়ার, আর শোভন চেয়ার।

রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি
ট্রেনটি সপ্তাহে পাঁচদিন চলাচল করে। সপ্তাহে রবিবার ও সোমবার রংপুর এক্সপ্রেসের সকল কার্যক্রম বন্ধ থাকে। ট্রেনটি ঢাকা থেকে সকাল ৯ঃ১০ মিনিটে যাত্রা শুরু করে রংপুরে পৌঁছায় সন্ধ্যা ০৭ঃ০৫ মিনিটে। আবার ট্রেনটি রংপুর স্টেশন থেকে যাত্রা শুরু করে রাত ০৮ঃ১০ মিনিটে এবং ঢাকা পৌঁছায় সকাল ৬ঃ১০ মিনিটে।

স্টেশনছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
ঢাকা টু রংপুরসোমবার০৯ঃ১০১৯ঃ০৫
রংপুর টু ঢাকারবিবার২০ঃ১০ ০৬ঃ১০

রংপুর এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
ট্রেনটিতে বিভিন্ন রকমের আসন রয়েছে এবং আসন ভেদে ভাড়াও নির্ধারন করেছে বাংলাদেশ রেলওয়ে। শোভন আসনের ভাড়া ৩৯০ টাকা, শোভন চেয়ার আসনের ভাড়া ৪৬৫ টাকা, স্নিগ্ধা আসনের ভাড়া ৬২০ টাকা, এসি সিট এর ভাড়া ৯৩০ টাকা। ব্যক্তির সুবিধা মত রংপুর স্টেশন থেকে অথবা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবে।

আসন বিভাগটিকেটের মূল্য (১৫% ভ্যাট)
শোভন৩৯০ টাকা
শোভন চেয়ার ৪৬৫ টাকা
স্নিগ্ধা৬২০ টাকা
এসি সিট ৯৩০ টাকা

রংপুর এক্সপ্রেস ট্রেন যে সকল স্টেশনে নিবে যাত্রা বিরতি
ট্রেনটি একটি আন্তঃনগর ও দ্রুতগামী ট্রেন হলেও বিভিন্ন স্টেশনে বিরতি প্রদান করে থাকে। ঢাকা-রংপুর-ঢাকা যাওয়ার পথে যে সকল স্থানে বিরতি প্রদান করে থাকে সেগুলো সময়সূচি নিম্নে প্রদান করা হলো।

বিরতি স্টেশন নামঢাকা থেকেরংপুর থেকে
বিমান বন্দর০৯ঃ৩৭০৫ঃ৩৫
বি-বি-পূর্ব১১ঃ৩০০৫ঃ৩৫
চাটমোহর১২ঃ৫২০৩ঃ৫৯
নাটোর১৩ঃ৫৯০১ঃ০৬
সান্তাহার১৫ঃ১০০০ঃ০৫
বগুড়া১৫ঃ৫৪২৩ঃ১৪
সোনাতলা১৬ঃ২৬২২ঃ৪৪
বোনারপাড়া১৬ঃ৪৩২২ঃ১৯
গাইবান্ধা১৭ঃ১৪২১ঃ৫৬
বামনডাঙ্গা১৭ঃ৪৬২১ঃ২৪
পীরগাছা১৮ঃ০৬২১ঃ০৫
কাউনিয়া১৮ঃ২২২০ঃ৩০

রংপুর এক্সপ্রেস ট্রেনের বিশেষ আকর্ষণ বা বৈশিষ্ট্য
➤ রংপুর এক্সপ্রেস ট্রেনটি বায়োটয়লেট সংযোজন
➤ ট্রেনটিতে প্রতিবন্ধী যাত্রীদের জন্য রয়েছে হুইল চেয়ারসহ চলাচলের সুবিধা
➤ ট্রেনটিতে প্রতিবন্ধী যাত্রীদের জন্য রয়েছে প্রশস্ত দরজা ও নির্ধারিত আসন এর সুবিধা
➤ আধুনিক মানসম্মত চেয়ার, বার্থ, পার্সেল রেট.
➤ খাবার গাড়ি অত্যাধুনিক ডাইনিং সুবিধা ব্যবস্থা
➤ অনাকাঙ্ক্ষিত ট্রেন থামানোর বিশেষভাবে ডিজাইনকৃত এলার্ম চেইন কুলিং সিস্টেম
➤ প্রতিটি কোষ স্টেনলেস স্টিলের তৈরি এবং অত্যাধুনিক যাত্রী সুবিধা সম্বলিত
➤ মোবাইল চার্জার এর ব্যবস্থা রয়েছে
➤ ট্রেনটিতে রয়েছে অজুখানাসহ নামাজ ঘর
➤ বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি লাইট ব্যবহার করা হয়েছে
➤ আধুনিক অটোমেটিক এয়ার ব্রেক সিস্টেম ব্যবহার করা হয়েছে


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

1 Trackbacks & Pingbacks

  1. ketamine shards

Comments are closed.