শিরোনাম

সড়কের ওপর হাটবাজার

সড়কের ওপর হাটবাজার

রেললাইনের ওপর বাজার বসে। বাসাবাড়ি এমনভাবে গড়ে উঠেছে, ট্রেন চলে গেলে তার বাতাস গায়ে এসে লাগে। কী ভয়ংকর ব্যাপার ভাবা যায়! এরাই ট্রেনে বেশি কাটা পড়ে, যারা অসতর্ক হয়ে রেললাইনের ওপর বসে গল্প করে। কখন ট্রেন আসে টেরই পায় না। বাসের মতো ট্রেন হার্ডব্রেক করতে পারে না। চেইন টানলেও থামতে সময় লাগে। একই অবস্থা মহসড়কগুলোর। হাটবাজার দেখা যায় অনেক মহাসড়কের ওপরই। এতে যেমন যানজট বাধে, তেমনি দুর্ঘটনাও ঘটে। ঈদের সময় তো হযরবরল অবস্থার সৃষ্টি হয়। রাতবিরাতে দ্রুতগামী যানবাহন দুর্ঘটনায় পড়ে। হুট করে মানুষ রাস্তা পার হয়। বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। নতুবা মানুষ চাপা দিয়ে চলে যায়। বাজার তো বসতেই পারে। কিন্তু হাইওয়ের ওপর কেন? রেললাইনের আশপাশ ছাড়া কি বাজার বসানোর জায়গা নেই? এভাবে আয়োজন করে মানুষের প্রাণ কেড়ে নেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রেললাইন, মহাসড়কের ওপর থেকে হাটবাজারগুলো দ্রুত সরিয়ে নেওয়া উচিত এখনই। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মুহাম্মদ শফিকুর রহমান, বানারীপাড়া, বরিশাল ৮৫৩০

সুত্র:ইত্তেফাক


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.