শিরোনাম

৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

নিউজ ডেস্ক:৬ ঘণ্টা বন্ধ থাকার পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন গিয়ে লাইনচ্যুত বগি উদ্ধার করে রাত ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৫০ মিনিটে ঝিনাইদহের কোটচাঁদপুরে সুন্দরবন এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়। দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

কোটচাঁদপুর রেল স্টেশন মাস্টার গোলাম মস্তফা জানান, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। যার কারণে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

তিনি জানান, পরে রাত ১০টার দিকে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে লাইনচ্যুত বগি উদ্ধার করলে দীর্ঘ ছয় ঘণ্টা পর রাত ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সূত্র:জাগোনিউজ২৪.কম, ২৩ ফেব্রুয়ারি ২০২১


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.