শিরোনাম

ট্রেনে বেশি ভাড়া আদায়ে জরিমানা

ট্রেনে বেশি ভাড়া আদায়ে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে রাজশাহী পর্যন্ত ১৬ নম্বর মহানন্দা ট্রেনের সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে পাঁচ টাকা বেশি নেওয়ায় মেসার্স এনএল ট্রেডিংকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায় বেসরকারি ব্যবস্থাপনায় রেলওয়ে কার্যক্রম পরিচালনা কর্তৃপক্ষ মেসার্স এনএল ট্রেডিং যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ২৫ টাকার পরিবর্তে ৩০ টাকা ভাড়া নেয়।

বিষয়টি মানতে পারেননি রাজশাহী নগরের বিনোদপুর এলাকার বাসিন্দা মো. খাদিমুল ইসলাম। তিনি অভিযোগ করেছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে। অভিযোগের শুনানি শেষে আইন অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ (১০ হাজার টাকা) পেয়েছেন অভিযোগকারী খাদিমুল ইসলাম।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বেশি ভাড়া আদায়ের বিষয়ে রাজশাহী নগরের বিনোদপুর এলাকার বাসিন্দা মো. খাদিমুল ইসলাম গত ২২ ডিসেম্বর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ে একটি অভিযোগ করেন।

সুত্র:শেয়ার বিজ, ডিসেম্বর ৩১, ২০১৯


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.