শিরোনাম

‘নাসিরাবাদ এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দিনমজুরের

প্রতীকী ছবি

।। রেল নিউজ ।।
ফেনীতে ট্রেনের ধাক্কায় খলিলুর রহমান (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি নোয়াখালীর সুধারাম থানা এলাকার বাসিন্দা। পেশায় একজন দিনমজুর ছিলেন।

শনিবার (১ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী রেল স্টেশনের অদূরে উত্তর সহদেবপুর রেলওয়ে ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। রেলওয়ের জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে চট্টগ্রাম থেকে জামালপুরগামী ‘নাসিরাবাদ এক্সপ্রেস’ ট্রেনটি ফেনী রেল স্টেশনের দিকে ঢুকছিল। এ সময় পথচারী খলিলুর রহমান ওই স্থানে রেলপথের পাশ দিয়ে হাটছিলেন। এক পর্যায়ে ট্রেনের গতির সাথে বাতাসের গতিও বেড়ে যাওয়ায় তিনি ওই গতি সামলে উঠতে পারেননি। বাতাসের গতিতে তিনি ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ফেনী রেল স্টেশন থেকে জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের ভাই জলিলুর রহমান তার ছোট ভাইয়ের মরদেহ শনাক্ত করেন।


Comments are closed.