শিরোনাম

রেলে পানের দাগ মুছতে খরচ ১২’শ কোটি টাকা


।। নিউজ ডেস্ক ।।
ভারতীয় রেল কর্তৃপক্ষ ১২’শ কোটি টাকা খরচ করেও পারেনি ট্রেনের ভেতর বা স্টেশনে পান বা গুটখার পিক ফেলা বন্ধ করতে। এত চেষ্টা ও কোটি টাকা করচ করেও কিন্তু তাতে খুব একটা কাজ হয়নি।

আর সেজন্য এবার বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। পান বা গুটখার পিক ফেলা ঠেকাতে এবার পিক ফেলার জন্য ‘ইজিস্পিট’ নামে ছোট ছোট প্যাকেট বা পিকদানি বিতরণ করার কথা ভাবছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।

বলা হচ্ছে, পরিবেশবান্ধব এই পিকদানি সহজেই বহন করা যাবে, ব্যবহারও করা যাবে ১৫ থেকে ২০ বার। শুরুতে ৪২টি স্টেশনে এই পিকদানি পাওয়া যাবে। মাত্র ৫ টাকা থেকে ১০ টাকায় পাওয়া যাবে পিকদানিগুলো। কয়েকটি স্টেশনে এরইমধ্যে এর ব্যবহার শুরুও হয়েছে।

জানা যাচ্ছে, পিকদানিগুলো ব্যবহার করে মাটিতে ফেলে দিলে তা গাছ উৎপাদনে সহায়তা করবে। ফলে এগুলোকে যেকোনো জায়গায় ফেলে দিলে কোনো অসুবিধা নেই।

পান, গুটকার পিক বা থুতুর কারণে ভারতীয় রেলের প্রতি বছর লাখ লাখ টাকার সম্পত্তির ক্ষতি হয়। ট্রেনের বগি, মেঝে বা দেওয়ালে লেগে থাকা পিক বা থুথুর দাগ তুলতেও নষ্ট হয় প্রচুর পানি। এ জন্যই বহুদিন ধরে এ সমস্যা সমাধানের একটা উপায় খোঁজা হচ্ছে।

সূত্রঃ দৈনিক ইনকিলার


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.