শিরোনাম

বাদিয়াখালি রেল স্টেশনে ‘দোলনচাঁপা’র যাত্রাবিরতি দাবিতে গাইবান্ধাবাসী

গাইবান্ধার বাদিয়াখালি রেল স্টেশন

।। রেল নিউজ ।।
গাইবান্ধা জেলার বাদিয়াখালি রেল স্টেশনে আন্তঃনগর ‘দোলনচাঁপা’ ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) আন্তঃনগর ‘দোলনচাঁপা ট্রেন যাত্রাবিরতি বাস্তবায়ন পরিষদ’ বাদিয়াখালির উদ্যোগে জেলা শহরে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের ২ নম্বর রেলগেট এলাকায় জেলা জাসদ কার্যালয় থেকে বের হয়ে ডিসি কার্যালয়ে গিয়ে অবস্থান নেয়। পরে পরিষদের নেতারা ডিসি মো. অলিউর রহমানের কাছে স্মারকলিপি দেন।

এ সময় গাইবান্ধা জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, পরিষদের আহ্বায়ক কাজী আব্দুল খালেক, সদস্য সচিব গোলাম মুক্তাদির মুক্তি ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, বাদিয়াখালি রেল স্টেশনটি গাইবান্ধা শহর থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত। ব্যবসা-বাণিজ্য, লেখাপড়া, খেলাধুলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রয়োজনে এলাকার ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে জেলা শহরসহ নানা জায়গায় যেতে হয়। কিন্তু বাদিয়াখালিতে ট্রেনটির বিরতি না থাকায় এলাকাবাসীর গুরুত্বপূর্ণ কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।


Comments are closed.