শিরোনাম

৮৫০ গেটকিপার ৩ মাস ধরে বেতন পাচ্ছেন না

৮৫০ গেটকিপার ৩ মাস ধরে বেতন পাচ্ছেন না

নিউজ ডেস্ক: বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের অস্থায়ী ৮৫০ গেটকিপার ৩ মাস ধরে বেতন পাচ্ছেন না। বকেয়া বেতন কবে মিলবে কেউ বলতে পারছেন না। ফলে করোনা পরিস্থিতিতে মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগীরা। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্প পরিচালক ঢাকায় বদলি হয়ে যাওয়ায় এই জটিলতা হয়েছে। ঝুলে গেছে গেট কিপারদের বেতন। শিগগিরই ভুক্তভোগীদের বেতন দেওয়ার চেষ্টা চলছে।

গেটকিপার রুহুল আমিন সবুজ বলেন, এবার জানুয়ারি থেকে আবার বেতন বকেয়া পড়েছে। করোনায় ৮৫০ গেটকিপার পরিবারের খরচ যোগাড় করতে পারছেন না। খুব অসহায় জীবনযাপন করছেন।

পশ্চিমাঞ্চল রেলের প্রধান প্রকৌশলী আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান বলেন, প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান বদলি হয়ে যাওয়ায় বেতন প্রক্রিয়ায় জটিলতা দেখা দিয়েছে। বিষয়টি সমাধানের জন্য এই মুহূর্তে ঢাকাও যাতায়াত করা সম্ভব হচ্ছে না। তাই বেতন পেতে বিলম্ব হচ্ছে। তবে বিষয়টি শিগগিরই সমাধানের চেষ্টা চলছে। ভুক্তভোগীদের আরেকটু ধৈর্য ধরতে বলেন তিনি।

পশ্চিমাঞ্চল রেলের লেভেল ক্রসিংসমূহের মানোন্নয়ন প্রকল্পের আওতায় গেটকিপার পদে অস্থায়ী ভিত্তিতে চাকরি করেন ৮৫০ জন। ২০১৬ সালে তাদের নিয়োগ দেওয়া হয়। বর্তমানে তারা পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় দায়িত্বে নিয়োজিত। এতোদিন প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরে তাদের বেতন হতো। অন্তত আট মাস আগে রাজশাহী থেকে ঢাকা বিভাগীয় প্রকৌশলী-১ হিসেবে বদলি হয়ে চলে গেছেন তিনি। এ কারণে গেটকিপারদের বেতনও বন্ধ।

সুত্র:ইত্তেফাক, ১২ এপ্রিল, ২০২০


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.