শিরোনাম

রেলে নতুন নতুন প্রকল্প নেয়া হচ্ছে-রেলপথমন্ত্রী

রেলে নতুন নতুন প্রকল্প নেয়া হচ্ছে-রেলপথমন্ত্রী

নিউজ রুম: রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, রেলে ব্যাপক উন্নয়ন হচ্ছে। নতুন নতুন প্রকল্প নেয়া হচ্ছে- বাস্তবায়িত হচ্ছে প্রকল্প। উন্নয়ন প্রকল্পের পাশাপাশি বিদ্যমান কাঠামোকে আরও উন্নত করার ব্যবস্থা নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ রেলওয়ের ট্রেন চালকদের উন্নততর প্রশিক্ষণ প্রদানের জন্য অত্যাধুনিক প্রযুক্তির সিমুলেটর বিদেশ থেকে আনা হয়েছে। এতে যাত্রীদের নিরাপত্তা আরও সুরক্ষিত হবে। বৃস্পতিবার দুপুরে কমলাপুর রেল স্টেশনে বাংলাদেশ রেলওয়েতে প্রথমবারের মতো সংযোজিত আধুনিক প্রযুক্তির ‘লোকোমোটিভ সিমুলেটর’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

রেলপথমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার রেলকে গুরুত্ব দিয়ে ২০১১ সালে আলাদা মন্ত্রণালয় করেছে। রেলওয়ে নেটওয়ার্ক সারা দেশে স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। নতুন নতুন রেল লাইন নির্মাণ করা হচ্ছে। পর্যায়ক্রমে চট্টগ্রাম-কক্সবাজার, পদ্মা রেল লিংকে ঢাকা থেকে যশোর, নারায়ণগঞ্জ থেকে জয়দেবপুর পর্যন্ত লাইনে বিদ্যুৎ দ্বারা ট্রেন চালনা করা হবে। চলমান রয়েছে অনেক মেগা প্রকল্পের কাজ। সিমুলেটরের সাহায্যে একজন প্রশিক্ষক ট্রেনিং প্ল্যান তৈরি করে সে অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে লোকোমোস্টারদের দক্ষ করে তুলবেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আলভারো ডি সালাস, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শাসসুজ্জামান, অতিরিক্ত সচিব মো. মজিবুর রহমান প্রমুখ। এ সময় রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুত্র:যুগান্তর, ২৫ অক্টোবর ২০১৯


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.