শিরোনাম

আগামীকাল থেকে বন্ধ হচ্ছে সোনার বাংলা ও উপকূল এক্সপ্রেস

আগামীকাল থেকে বন্ধ হচ্ছে সোনার বাংলা ও উপকূল এক্সপ্রেস

।।নিউজ ডেস্ক।

যাত্রী নিরাপত্তার কথা বিবেচনা করে করোনা পরিস্থিতিতে সাময়িক বন্ধ থাকবে চট্টগ্রাম-ঢাকা রুটের সোনার বাংলা এক্সপ্রেস এবং নোয়াখালী-ঢাকা রুটের আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়া জাহান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দেশের সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনা করে ট্রেন দুটি সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ অবস্থায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়া এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ট্রেন দুটি সাময়িক বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া করোনা আতঙ্কে রেলের যাত্রী চলাচল আগের তুলনাই কমে এসেছে। সব বিষয় বিবেচনা করেই দুটি ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

এর আগে দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর দিকে ৬৬ দিন ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। গত ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে শুরু হয় ট্রেন চলাচল। বর্তমানে বিভিন্ন রুটে চলাচল করছে মোট ১৯ জোড়া যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন। এছাড়া করোনার কারণে শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য রেলের অর্ধেক টিকেট বিক্রি বন্ধ রাখা হয়েছে।


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

3 Trackbacks & Pingbacks

  1. spin238
  2. this content
  3. fetichista málaga

Comments are closed.