শিরোনাম

২৯ বছর পর মামলার রায়, রেল পুলিশ সদস্যের যাবজ্জীবন


।। রেল নিউজ ।।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার স্টেশনে তুচ্ছ ঘটনায় রেল পুলিশের (জিআরপি) গুলিতে কাজী আলাউদ্দিন নামে এক যুবক নিহতের ঘটনায় এক রেল পুলিশ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

ঘটনার ৩০ বছর পর বুধবার (৯ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আজিজুল হক এই দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত কনস্টেবল রওশন আলী কুমিল্লার দাউদকান্দি উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা দেওয়ানুল ইসলামের পুত্র। রায় ঘোষণাকালে তিনি পলাতক ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ১৯৯৩ সালের ২০ জুন সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী লোকাল ট্রেনে চার কলেজছাত্র ও যুবক শায়েস্তাগঞ্জ স্টেশন থেকে শাহাজিবাজার রেলস্টেশনে যান। সেখানে দায়িত্বরত জিআরপি পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে তাঁদের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে জিআরপি পুলিশ ও আনসার সদস্যরা তাঁদের হাতে থাকা রাইফেল নিয়ে কলেজছাত্র ও যুবকদের ওপর গুলিবর্ষণ শুরু করেন।


Comments are closed.