শিরোনাম

দুই মাস পর যাত্রী নিয়ে ঢাকায় ঢুকল ট্রেন

দুই মাস পর যাত্রী নিয়ে ঢাকায় ঢুকল ট্রেন

রোনা পরিস্থিতিতে দুই মাসের বেশি সাধারণ ছুটি শেষে আজ (৩১ মে) থেকে সীমিত পরিসরে চলছে ট্রেন।

রোববার (৩১ মে) সকাল ৭টায় সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে সুবর্ণা এক্সপ্রেস।

স্টেশনে প্রবেশের আগে যাত্রীদের তাপমাত্রা পরিমাপ করা হয়। যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক করার পাশাপাশি জীবণুমুক্ত করার জন্য দেয়া হয় হ্যান্ড স্যানিটাইজার।

প্রথমদিনের যাত্রা এবং অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় যাত্রী সংখ্যা ছিলো তুলনামূলক কম। বিকেল ৫টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে সোনার বাংলা এবং রাত ৮টায় সিলেটের উদ্দেশে ছেড়ে যাবে উদয়ন এক্সপ্রেস।

সূত্র:সময়টিভি


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.