শিরোনাম

মগবাজারে ট্রেনের ধাক্কায় বিডিআরএএল’র নারী কর্মকর্তা নিহত

প্রতীকী ছবি

।। রেল নিউজ ।।
রাজধানীর মগবাজার রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নুশরাত জাহান সুমি (৩৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার ( ১৭ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সুমি বাংলাদেশ রেটিং এজেন্সির (বিডিআরএএল) কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করে।

মৃতের সহকর্মী আরিফুল হোসেন সংবাদ মাধ্যমকে জানান, নুশরাত বিডিআরএএলের সিনিয়র অ্যানালিস্ট ছিলেন। সন্ধ্যায় অফিস শেষ করে বাসায় যাওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটে।

তিনি আরও বলেন, ‘নুশরাত মগবাজারে ট্রেনের ধাক্কায় গুরুত্বর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে মগবাজার কমিউনিটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।’

মৃতের ভাই জাহাঙ্গীর হোসেন জানান, তাদের বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলায়। বর্তমানে খিলগাঁও গোড়ান আলী আহমেদ রোডে একটি বাসায় তারা ভাড়া থাকেন তারা। দুই ভাই দুই বোনের মধ্যে নুশরাত সবার ছোট বলে জানান তিনি।


Comments are closed.