শিরোনাম

চট্টগ্রাম-আখাউড়া সিগন্যাল লাইন পরিদর্শনে পূর্বাঞ্চলের কর্মকর্তারা

চট্টগ্রাম-আখাউড়া সিগন্যাল লাইন পরিদর্শনে পূর্বাঞ্চলের কর্মকর্তারা

চট্টগ্রাম-আখাউড়া সিগন্যাল লাইনে কোনো ধরনের সমস্যা আছে কিনা তা দেখার জন্য রেলওয়ের পূর্বাঞ্চলের কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

শনিবার (২০ জুন) সকালে গ্যাংকার যোগে চট্টগ্রাম-আখাউড়া সিগন্যাল পয়েন্টের গঙ্গাসাগর, ইমামবাড়ি, কসবা, মন্দবাগ, শশীদল, সদর রসুলপুর, কুমিল্লা, ময়নামতি, লালমাই রেলওয়ে স্টেশন সংলগ্ন রেললাইন ব্রিজ পরিদর্শন করেন পূর্বাঞ্চলের বিভাগীয় কর্মকর্তা (ডিআরএম) সাদেকুর রহমানের নেতৃত্বে অন্যান্য কর্মকর্তারা।

চট্টগ্রাম-আখাউড়া লাইন পরিদর্শনকালে রেললাইনের যেখানে যেখানে সমস্যা পাওয়া গেছে, সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন সাদেকুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন পূর্বাঞ্চলের ডিএন-১ মো. হামিদুর রহমান, আরএনবি কমান্ড্যান্ট মোহাম্মদ শফিকুল ইসলাম, ডিটিও মো. ওমর ফারুক, ডিএসটিই মো. জাহেদ আরেফিন পাটোয়ারী তন্ময় ও এএসআই আরএনবি মোহাম্মদ শওকত হোসেন।

সূত্র: বার্তা২৪.কম , ২০ জুন, ২০২০


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.