শিরোনাম

ভারতের সঙ্গে মালবাহী ট্রেন চলাচল শুরু

মালবাহী ট্রেন (সংগৃহীত)মালবাহী ট্রেন (সংগৃহীত)

নিউজ ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ২৬ মার্চ থেকে মালবাহী টেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এক মাস বন্ধ থাকার পর আবারো বাংলাদেশ ও ভারতের মধ্যে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়া জাহান।

তিনি বলেন, (সোমবার ২৭) এপ্রিল বিকেল সাড়ে তিনটা থেকে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আসাদুল হক ভারতের সাথে মালবাহী ট্রেন চলাচলের বিষয়ে আরও বিস্তারিত বার্তা২৪.কমকে জানান, ‘করোনাভাইরাসের কারণে ভারতের কাস্টমস ও ইমিগ্রেশন বন্ধ থাকার কারণে মালবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেয় তারা। এক মাস পর মালবাহী ট্রেন চলাচল আবারো শুরু হয়েছে। সাধারণত ভারত থেকে বাংলাদেশে মালবাহী ট্রেনে পাথর, তেল, পোল্ট্রি খাবার নিয়ে আসা হয়’।

এদিকে আরো জানা যায়, ‘ভারত সীমান্তের গেদে বর্ডার দিয়ে এবং বাংলাদেশের পশ্চিমাঞ্চলের দর্শনা বর্ডার দিয়ে এই মালবাহী ট্রেন চলাচল করে।

সুত্র: বার্তা২৪ .কম, ২৮ এপ্রিল, ২০২০


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.