শিরোনাম

নতুন ট্রেন চেয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

নতুন ট্রেন চেয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

নিউজ ডেস্ক:ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা পর্যন্ত রেলপথে একটি বিরতিহীন আন্তনগর ট্রেন চালু ও আন্তনগর বিজয় এক্সপ্রেস এবং কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও স্বারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ঘণ্টাব্যাপী জেলা নাগরিক ফোরামের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। 

জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক শাহ আলম সরকার, জেলা জাসদের সভাপতি আক্তার হোসেন সাঈদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আব্দুন নূর, নারী সংগঠক নন্দিদা গুহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ। মানববন্ধন শেষে জেলা নাগরিক ফোরামের উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি স্মারকলিপি পাঠানো হয়।বক্তারা বলেন, বাংলাদেশ রেলওয়ে সবচেয়ে বেশি আয় করা স্টেশনগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া অন্যতম। প্রতিদিন হাজার-হাজার যাত্রী ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রাবিরতি দেয়া আন্তনগর ট্রেনগুলোর আসন সংখ্যা যাত্রীর তুলনায় অপ্রতুল। ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা পর্যন্ত নতুন একটি বিরতিহীন আন্তনগর ট্রেন প্রাণের দাবি। এছাড়া ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী ট্রেনের ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রাবিরতি দেয়ার দাবি জানান বক্তারা। 

সুত্র:বাংলাদেশ প্রতিদিন, ১৬ নভেম্বর, ২০১৯


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.