শিরোনাম

জয়পুরহাটে ঢাকা-পঞ্চগড় ট্রেনের বিরতি দাবি

জয়পুরহাটে ঢাকা-পঞ্চগড় ট্রেনের বিরতি দাবি

নিউজ ডেস্ক: জয়পুরহাটে ঢাকা-পঞ্চগড় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছে নাগরিক সমাজ। জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে গতকাল সোমবার এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তৃতা করেন জেলা নাগরিক সমাজের আহ্বায়ক ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি আবদুল হাকিম, ক্রীড়া সংগঠক ইমতিয়াজ আহম্মেদ দুলাল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা আনোয়ারুল হক বাবলু, জেলা সিপিবির সাধারণ সম্পাদক এমএ রশিদ প্রমুখ।

বক্তারা বলেন, ঝুঁকিমুক্ত ভ্রমণের জন্য অধিকাংশ মানুষ ট্রেনে যাতায়াত করে থাকে বলে প্রয়োজনের তুলনায় ট্রেনের টিকিট সংকট লেগেই থাকে। তই ঢাকা-পঞ্চগড় আন্তঃনগর ট্রেনটির জয়পুরহাটে যাত্রাবিরতির দাবি জানান তারা।

সুত্র:শেয়ার বিজ,মে ২১, ২০১৯


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.