শিরোনাম

অন্যরকম মানববন্ধন, ট্রেনের দাবিতে

অন্যরকম মানববন্ধন, ট্রেনের দাবিতে

অগ্রগতির বাহনই হচ্ছে রেল, রেলের উন্নয়ন মানে রাষ্ট্রের উন্নয়ন, রাষ্ট্রের মানুষের উন্নয়ন’—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমার রেলস্টেশনে চিলাহাটি থেকে ঢাকা পর্যন্ত বিরতিহীন আরেকটি আন্ত নগর ট্রেন, দ্বিতীয় উঁচু প্ল্যাটফর্ম নির্মাণ, আসনসংখ্যা বৃদ্ধির দাবিতে গণস্বাক্ষর ও মানববন্ধন করেছে ডোমারবাসী ব্যানারে।
গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ গণস্বাক্ষর ও মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন রেল যোগাযোগ রক্ষা কমিটির আহ্বায়ক ও সুজনের ডোমার উপজেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস আইয়ুব।

বক্তারা বলেন, ২০১১ সালে নীলফামারীর বিশাল জনসমুদ্রে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি আজও বাস্তবায়ন হয়নি। সাবেক রেলমন্ত্রী ও মন্ত্রণালয়ের নির্দেশের তিন বছরেও নীলসাগর এক্সপ্রেস ট্রেনের দ্বিতীয় বহর চালু না হওয়ায় নীলফামারী ও পঞ্চগড়ের প্রায় ২৫ লাখ মানুষের প্রাণের দাবি উপেক্ষিত।

সুত্র:কালের কন্ঠ, ২০ আগস্ট, ২০১৯


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.