নিউজ ডেস্ক:
২০০৯ সাল থেকে এ পর্যন্ত ৩৭১.৩৩ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ ও ১১৫২.৪৮ কিলোমিটার রেলপথ পূনর্বাসন করা হয়েছে।
আজ সংসদে বিএনপির সদস্য মো. জাহিদুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার গঠনের পর ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ১ লাখ ৮ হাজার ৬১৬ কোটি ৩৭ লাখ ব্যয়ে ৮১টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ৭৭টি প্রকল্প সমাপ্ত হয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হওয়ায় রেলপথের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে।
সুত্র:বাংলা মেইল.নিউজ, ২০১৯-০৯-০৯