শিরোনাম

রেলস্টেশনের সংস্কার প্রয়োজন

২০ জানুয়ারি, ২০২১

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চব্বিশনগরে একটি রেলস্টেশন আছে। আশেপাশের প্রায় বিশ গ্রামের মানুষ (শিক্ষার্থী, চাকরিজীবী, শ্রমিক ও সাধারণ মানুষ) এই স্টেশনের মাধ্যমে জেলা শহর রাজশাহীসহ বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকে। রেল যাতায়াত আরামদায়ক ও নিরাপদ পাশাপাশি খরচ অন্যান্য মাধ্যমের তুলনায় অনেক কম হওয়ায় এই এলাকার শিক্ষার্থীসহ নিম্নবিত্ত শ্রেণির অন্যতম পছন্দের যাতায়াত মাধ্যম হলো রেল। রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটের সব রেলস্টেশনের সংস্কার বা পুনর্নির্মাণ হলেও ১৯৩০ সালের পর থেকে (প্রায় ৯২ বছর) এখন পর্যন্ত কোনো রকম সংস্কার হয়নি এই রেলস্টেশনের। স্টেশন কক্ষটির ভগ্নদশা দেখে মনে হবে পরিত্যক্ত স্টেশন। মানসম্মত বিল্ডিং না থাকায় প্রায় ১০ বছর থেকে এখানে কোনো স্টেশনমাস্টার নেই। ফলে যাত্রীদের অনেক সময় ভোগান্তির শিকার হতে হয়। প্লাটফর্ম তুলনামূলক নিচু হওয়ার নারী-শিশু ও বৃদ্ধদের ট্রেনে উঠতে সমস্যা হয়, অনেক সময় দুর্ঘটনার শিকার হন যাত্রীরা। প্লাটফর্মে ছাউনি না থাকায় যাত্রীদের রৌদ্রে যেমন পুড়তে হয়, তেমনি ভিজতে হয় বৃষ্টিতে। যাত্রীদের চাহিদার দিকে লক্ষ রেখে স্টেশনটি দ্রুত সংস্কার করে যাত্রীদের দীর্ঘদিনের কষ্ট লাঘবের জন্য রেল কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।

মো. আরিফুল ইসলাম

চব্বিশনগর, গোদাগাড়ী, রাজশাহী

সূত্র:ইত্তেফাক, ২০ জানুয়ারি, ২০২১


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.