শিরোনাম

ট্রেনের হুইসেল শুনে বুঝবেন যেসব সংকেত


।। নিউজ ডেস্ক ।।
ট্রেনে মোট ৯ ধরনের হুইসেল দেওয়া হয়। এর প্রত্যেকটিরই আলাদা আলাদা অর্থ ও কাজ রয়েছে। ট্রেনের ইঞ্জিনের হুইসেলের সংখ্যা ও স্থায়িত্ব রেলওয়ে কর্মীদের বিভিন্ন সংকেত দেয়।
চলুন জেনে নিই ট্রেনের কোন সিগন্যালের কি কাজ ও অর্থ সম্পর্কে:

১. লম্বা একটা হুইসেল- ইঞ্জিন যাত্রা করছে।
২. দুটি লম্বা হুইসেল- রেললাইনের খোয়া বা ব্যালাস্ট পরিবহনের ট্রেন চালুর পূর্বে দেওয়া হয়।
৩. চারটি ছোট হুইসেল- ইঞ্জিন নষ্ট হয়ে গেছে।
৪. তিনটি লম্বা হুইসেল- ট্রেনের গার্ডের দৃষ্টি আকর্ষণের জন্য দেওয়া হয়।
৫. একটি ছোট ও একটি লম্বা হুইসেল- ট্রেনের ইঞ্জিন বা কোচ আলাদা করা হবে তা বুঝানোর জন্য দেওয়া হয়।
৬. দুটি ছোট একটি লম্বা হুইসেল- ট্রেনের চেইন টানা হয়েছে সেটা জানানো হয় গার্ডকে।
৭. তিন বা ততোধিক ছোট হুইসেল- গার্ডের থেকে ব্রেক প্রেসারের সংকেত পাওয়ার জন্য এই হর্ন দেওয়া হয়।
৮. ঘন ঘন হুইসেল- সামনের পথ দেখা যাচ্ছে না অথবা বাঁক নিচ্ছে ট্রেন অথবা দুর্ঘটনা কবলিত এলাকা পার হওয়ার সংকেত।
৯. ছয়টি তীক্ষ্ণ ও ছোট হুইসেল- ক্রসিং পরিষ্কার দেখা না গেলে এভাবে হর্ন দেওয়া হয়।

সূত্রঃ ডেইলি বাংলাদেশ


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।