শিরোনাম

ভারতে চলন্ত ট্রেন থামিয়ে শিশুর প্রাণ বাঁচালেন চালক


।। নিউজ ডেস্ক ।।
ভারতের আলিপুরদুয়ার-বামনহাট ট্রেনটি যখন বামনহাট থেকে আলিপুরদুয়ারের উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, সেই সময় ট্রেনের লোকো পাইলট এবং তার সহকারীর চোখে পড়ে রেল লাইনের মাঝখানে একটি শিশু আপন মনে খেলা করছে।

সময় নষ্ট না করে তড়িঘড়ি ট্রেন থামিয়ে লোকো পাইলট অভিজিৎ বিশ্বাস এবং সরকার চন্দন কুমার শিশুটির কাছে দৌড়ে চলে যান। তারপর শিশুটিকে কোলে তুলে নেন। ততক্ষণে শিশুর মা এবং পরিবারের লোকেরা ছুটে এসেন। শিশুটিকে লোকো পাইলট তার মায়ের হাতে তুলে দেন। দেশটির রেলের পক্ষ থেকে সেই ভিডিও প্রকাশ করা হয়েছে।

রেলের আলিপুরদুয়ার ডিভিশনের সিনিয়ার ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার এস উমেশ বলেন, ‘শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টা নাগাদ আলিপুরদুয়ার-বামনহাট প্যাসেঞ্জার ট্রেনের সান্টিংয়ের সময় লোকো পাইলট অভিজিৎ এবং তার সহকারী চন্দনের চোখে পড়ে লাইনের মধ্যে একটি ছোট্ট শিশু আপন মনে খেলছে। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে তারা শিশুটিকে উদ্ধার করে মায়ের হাতে তুলে দেন। লোকো পাইলট খুব ভালো কাজ করেছেন।’

তিনি আরও জানান, শিশুটি হয়তো খেলতে খেলতে লাইনের মধ্যে চলে এসেছিল। আলিপুরদুয়ার-বামনহাট প্যাসেঞ্জার ট্রেনের লোকো পাইলট এবং তার সহকারীর তৎপরতায় একটি মায়ের কোল ফাঁকা হওয়া থেকে বেঁচে গেল।

সূত্রঃ আনন্দবাজার


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.