বাংলাদেশ, ভুটানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে রেল যোগাযোগ বাড়াতে চায় ভারত। গতকাল শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু।
সুরেশ প্রভু বলেন, ‘ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, ভুটানসহ বিভিন্ন দেশের সঙ্গে রেল যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে ভারত চিন্তাভাবনা করছে। বাংলাদেশ, ভুটান, মিয়ানমার, নেপালের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক খুবই আন্তরিক। আমরা ভবিষ্যতে এই দেশগুলোর সঙ্গে রেল যোগাযোগ আরো বাড়াতে চাই।’
রেলমন্ত্রী সুরেশ প্রভু বলেন, ‘আমরা চেষ্টা করছি প্রতিবেশী এই দেশগুলোর সঙ্গে একটি উন্নততর যোগাযোগ বন্ধনী তৈরি করার। যার মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক আদানপ্রদান, পর্যটন, বাণিজ্য, কর্মসংস্থান এবং কানেকটিভিটি আরো বৃদ্ধি করা যায়।’ তিনি বলেন, ‘ভারতের উত্তর-পূর্বের আটটি রাজ্যের রাজধানী শহরের সঙ্গে রেল সংযোগ বৃদ্ধি করতে কাজ এরই মধ্যে শুরু হয়েছে। এবারে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে রেল সংযোগকে আরো বৃদ্ধির মাধ্যমে পারস্পরিক সম্পর্ক ও লেনদেনকে সম্প্রসারণ করার চিন্তাভাবনা চলছে।’
সুত্র :ntv online,২১ জানুয়ারী ২০১৭
Be the first to comment on "প্রতিবেশী দেশের সঙ্গে রেল যোগাযোগ বাড়াতে চায় ভারত"