শিরোনাম

চুয়াডাঙ্গায় রেলের জায়গা থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

চুয়াডাঙ্গায় রেলের জায়গা থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

।। নিউজ ডেস্ক ।।
চুয়াডাঙ্গায় রেল কর্তৃপক্ষের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।

উচ্ছেদ অভিযানে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক-উজ-জামান, থানা পুলিশ ও রেলওয়ে পুলিশের সদস্যরা।
পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষের বিভাগীয় এস্টেট অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মুজিববর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গাসহ আশপাশের রেলওয়ে স্টেশনে উন্নয়ন কাজ শুরু হয়েছে। তবে অবৈধ দখলদারদের কারণে কাজ বাধাগ্রস্ত হচ্ছে। অনেকেই এসব স্টেশন এলাকার আশপাশে বৈধ ও অবৈধভাবে দোকান-বাড়ি-বসতি স্থাপন করেছেন। গত ১ মাস ধরে এসব স্থাপনা সরিয়ে নেয়ার জন্য নোটিশ দেয়া ও মাইকে প্রচারণা চালানো হলেও তারা শোনেনি। তাই আজ সকাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়।

নুরুজ্জামান আরো জানান, অভিযানে বস্তিঘর, ছোট-বড় দোকানসহ মোট ৪২টি স্থাপনা ভেঙে দেয়া হয়েছে। তবে যাদের লাইসেন্স আছে, মালামাল সরিয়ে নিতে দুদিন সময় দেয়া হয়েছে।

সূত্রঃ বণিক বার্তা


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.