শিরোনাম

লাউয়াছড়া জাতীয় উদ্যানে জীবনের ঝুঁকি নিয়ে রেলক্রসিং পারা হচ্ছেন পর্যটকা


।। নিউজ ডেস্ক ।।
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেলক্রসিংয়ে ব্যারিকেড না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন পর্যটকরা। এ উদ্যানের ভেতর দিয়ে চলে গেছে সিলেট-ঢাকা-চট্টগ্রাম রেলপথ। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দুই দিন শুক্রবার ও শনিবার লাউয়াছগায় পর্যটকের ভিড় থাকায় সবাইকেই রেলপথ পার হয়ে বনের ভেতর ঢুকতে হয়।

বনের ভেতরে রেলক্রসিংয়ে ব্যারিকেড থাকলেও কোন গেটম্যানকে খুঁজে পাওয়া যায়নি। গেটম্যানের রুমও তালাবদ্ধ। ফলে বেপরোয়াভাবেই রেললাইনের ওপর দিয়ে দ্রুত হেঁটে ও দৌড়ে পার হচ্ছেন অনেকেই।

লাউয়াছড়ায় আসা পর্যটকরা বলছেন, ‘ রেলক্রসিংয়ে ব্যারিকেড নয়া থাকায় এটা শিশুদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। হঠাৎ ট্রেনও হুইসেল শুনলে কোনদিকে না তাকিয়েই শিশুরা দৌড় দেয়।’

পরিবেশবাদী সংগঠন কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি মঞ্জুর আহমেদ আজাদ মান্না বলেন, ‘লাউয়াছড়ার ভেতরের রেলক্রসিংটি পর্যটকদের জন্য বাস্তবেই অনেক ঝুঁকিপূর্ণ। সব সময় এখানে গেটম্যান পাওয়া যায় না। ব্যারিকেড থাকলেও তা ট্রেন আসলে ফেলা হয় না। বিষয়টি নিয়ে রেল বিভাগের পদক্ষেপ নেয়া উচিত।’

মৌলভীবাজারের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম দেশ বলেন, ‘প্রতিদিনই রেলক্রসিংয়ে গেটম্যান থাকে। কেউ কখনও অভিযোগ করেনি। তবে ছুটির দিনে যেন ব্যারিকেড দেওয়া হয় এবং তাদের বাড়তি সতর্কতা থাকে সেজন্য বিষয়টি নিয়ে কথা বলব।’

সূত্রঃ দেশ রূপান্ত


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.