নিউজ ডেস্ক:
করোনাভাইরাস সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ার কারণে সোমবার থেকে সারাদেশে লকডাউনে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকতে পারে। তবে এই সময়ে জরুরি খাদ্য ও পণ্যবাহী ট্রেন চলাচল করবে।
শনিবার সন্ধ্যায় জনপ্রশাসন থেকে প্রজ্ঞাপন জারি হওয়ার পর এমন ঘোষণা আসবে বলে একাধিক সংবাদ মাধ্যম উল্লেখ করেছে।
তবে সমকালকে রেল মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সন্ধ্যায় সিদ্ধান্ত হলে জানানো হবে।
এর আগে করোনার বিরাজমান পরিস্থিতিতে সরকার সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকালে নিজের সরকারি বাসভবন থেকে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা জানান।
সূত্র:সমকাল, ০৩ এপ্রিল ২০২১
Related posts:
'বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ১৪ মার্চ'
চীন থেকে ১২৫ লাগেজ ভ্যান কিনছে রেলওয়ে
দেশের প্রতিটি জেলায় যাবে ট্রেন: রেলপথমন্ত্রী
দূর্ঘটনা এড়াতে ও রেললাইন সুরক্ষিত রাখতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে
২০২৩ সালের জুনেই শেষ হবে চট্টগ্রাম- কক্সবাজার রেললাইন নির্মাণকাজ
উন্নয়ন প্রকল্প গতিহারা
সব জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনতে প্রধানমন্ত্রীর নির্দেশ
আবারও চালু হচ্ছে বেনাপোল এক্সপ্রেস